Breaking News

খালেদা জিয়ার নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন বিএনপি

ঢাকা: বিএনপি’র মুখপাত্র ড. আসাদুজ্জামান রিপন সাবেক প্রধানমন্ত্রী ও দলটির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া’র নিরাপত্তা ব্যবস্থা জোরদারে সরকারের প্রতি আহবান জানিয়েছেন।

আজ সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো এক বার্তায় তিনি এ আহ্বানের কথা জানান। বিবৃতিতে স্বাক্ষর করেন বিএনপির সহ-দফতর সম্পাদক মোঃ আব্দুল লতিফ জনি।

বিবৃতিতে বলা হয়, বেগম খালেদা জিয়া আগামীকাল ২১ নভেম্বর বিকেল ৫টায় এমিরেটস এয়ারলাইন্স যোগে লন্ডন থেকে দেশে ফিরছেন ইনশা আল্লাহ। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি হওয়ায় সাবেক প্রধানমন্ত্রীর নিরাপত্তা নিয়ে আমাদের দল উদ্বিগ্ন।

বিবৃতিতে বলা হয়, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নিরাপত্তা ব্যবস্থা অপ্রতুল হওয়ায় তাঁর নিরাপত্তা ব্যবস্থা আরো জোরদারে উপযুক্ত পদক্ষেপ গ্রহণের জন্য আমরা সরকারের প্রতি আহবান জানাচ্ছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Website Design, Developed & Hosted by ALL IT BD