ইন্দো-বাংলা টোয়েন্টিফোর ডটকম পরীক্ষামূলক যাত্রা শুরু

নির্ভীক অনুসন্ধানী নিরপেক্ষ সাংবাদিকতার অঙ্গীকার নিয়ে যাত্রা শুরু করেছে অনলাইন পোর্টাল www.indobangla24.com। আধুনিক তথ্যপ্রযুক্তি সর্বাধিক ব্যবহার করে জানু ২০১৮ থেকে শুরু হয়েছে ইন্দো-বাংলা টোয়েন্টিফোর ডটকম নিউজের আপডেট কার্যক্রম। মাল্টিমিডিয়া এই পোর্টালে রয়েছে দেশ ও বিদেশের প্রতি মুহুর্তের সর্বশেষ সংবাদ, বিনোদন, বিশেষ অনুসন্ধানী প্রতিবেদন, রাজনীতি, শিল্প-সংস্কৃতি, শিক্ষা, তথ্যপ্রযুক্তি, স্বাস্থ্য, খেলাধুলা ও অর্থনীতির খবর, কলাম, ফিচার, ফ্যাশনসহ নানা আয়োজন। একটি পত্রিকার সব উপাদানই রয়েছে এই পোর্টালে।
দেশের বরেণ্য এক ঝাঁক তরুণ সাংবাদিকের সমন্বয়ে indobangla24.com এর একটি দক্ষ টিম গড়ে তোলা হচ্ছে। বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা বাঙালিদের মাঝে indobangla24.com সেতুবন্ধন গড়ে তোলার চেষ্টা করছে। উদ্যোগ নেয়া হয়েছে বিশ্বের বিভিন্ন খ্যাতনামা পত্রিকা ও সংবাদ সংস্থার সাথে যৌথভাবে কাজ করার।
যোগাযোগের ঠিকানাঃ
বাংলাদেশ কার্যালয়ঃ
ফেইথ টাওয়ার, মালিবাগ চৌধুরী পাড়া, ঢাকা-১২১৯।
ইমেইলঃ news.indobangla24@gmail.com
ভারত (কলকাতা) কার্যালয়ঃ
১২৪/এ মার্কুইজ ষ্টীট, কলকাতা, পশ্চিমবঙ্গ।
ইমেইলঃ indobangla24@yahoo.com
.
[[আগ্রহী’রা সিভি পাঠাতে পারেন, ২০১৮ সালে প্রেসকার্ড প্রদান করা হবে।]]
বার্তা প্রেরক:
মাহফুজ রহমান
সম্পাদক
ইন্দো-বাংলা টোয়েন্টিফোর ডটকম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Website Design, Developed & Hosted by ALL IT BD