বান্দরবান জেলায় নতুন বইয়ের গন্ধে মেতে উঠেছে শিক্ষার্থীরা

বান্দরবান প্রতিনিধি : আজ বান্দরবানে ১লা জানুয়ারি রোজ সোমবার বর্ণাঢ্য আয়োজনে বই উৎসব উদযাপিত হয়েছে। সোমবার বই বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদে চেয়ারম্যান জনাব, ক্যশৈহ্লা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান পার্বত্য জেলার সন্মানিত পুলিশ সুপার জনাব, সঞ্জিত কুমার রায়, বান্দরবান জেলা সন্মামানিত জেলা প্রশাসক জনাব, দিলীপ কুমার বণিক। এসময় আরো উপস্থিত ছিলেন প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা অফিসার ও সরকারি বেসরকারি শিক্ষক, শিক্ষিকা সহ বই উৎসবে বিভিন্ন শ্রেণীর ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন। বই বিতরণ আনুষ্ঠানে প্রধান বক্তা এবং বিশেষ বক্তারা বলেন এই বছর বাংলাদেশের প্রত্যেক বিদ্যালয়ে বিনামূল্যে পাঠ্যপুস্তক বই বিতরণ কার্যক্রম করা হয়েছে। বক্তারা অবশেষে এনসিটিবি সূত্র কে উল্লেখ করে বলেন, দ্বিতীয়বারের মতো নিজেদের ভাষাগত বই পাচ্ছে চাকমা, মারমা, সাদ্রী, গারো ও ত্রিপুরা পাহড়ি গোষ্ঠীর শিশুরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Website Design, Developed & Hosted by ALL IT BD