Breaking News

বছরের শেষ সন্ধ্যায় কী করলেন বিরাট-অনুষ্কা?

অনলাইন ডেস্কঃ নতুন বছরের শুরুটা দক্ষিণ আফ্রিকা থেকেই সারলেন বিরাট কোহালি এবং অনুষ্কা শর্মা। সদ্য বিয়ে করেছেন তাঁরা। তার পরই পাড়ি দেন দক্ষিণ আফ্রিকার উদ্দেশে।

কিন্তু বছরের শেষ সন্ধ্যাটা কী ভাবে কাটালেন বিরুষ্কা? সোশ্যাল মিডিয়ায় যুগলের একটি ছবি ছড়িয়ে পড়েছে। সেখানেই স্পষ্ট, ইয়ার এন্ডটা কী ভাবে সেলিব্রেট করলেন তাঁরা।

ছবিতে দেখা যাচ্ছে একটি শপিং মলের সামনে রয়েছেন দম্পতি। পিছনে রয়েছে ৫০ শতাংশ ছাড়ের বোর্ড। জনৈক দেবেন্দ্র পাণ্ডে এই ছবিটি টুইট করে লিখেছেন, কেপটাউনে অনুষ্কার জন্য শপিং করছেন বিরাট।

জানুয়ারির প্রথম সপ্তাহেই ভারতে ফিরবেন অনুষ্কা। আনন্দ এল রাইয়ের পরবর্তী ছবির শুটিং রয়েছে। সেখানে শাহরুখ খান এবং ক্যাটরিনা কইফের সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন তিনি। অন্যদিতে প্রায় দেড় মাস দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজ খেলার পর ভারতে ফিরবেন বিরাট।

View image on Twitter

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Website Design, Developed & Hosted by ALL IT BD