Breaking News

হৃত্বিকের ‘স্ত্রী’ হচ্ছেন ম্রুনাল!

অনলাইন ডেস্ক| বলিউড অভিনেতা হৃত্বিক রোশনের স্ত্রী হতে চলেছেন ছোট পর্দার ‘কুমকুম ভাগ্য’ খ্যাত অভিনেত্রী ম্রুনাল ঠাকুর। তবে বাস্তব জীবনে নয়, বিকাশ ভাল-এর সিনেমা ‘সুপার ৩০’-তে হৃত্বিকের স্ত্রী’র চরিত্রে দেখা যাবে ম্রুনালকে।

ওই সিনেমাতেই একজন গণিতবিদ শিক্ষকের চরিত্রে দেখা যাবে হৃত্বিক রোশনকে।

শোনা যাচ্ছে, ‘সুপার ৩০’-র জন্য নাকি প্রথমে ক্যাটরিনা কাইফকে পছন্দ ছিল পরিচালকের। ‘ব্যাং ব্যাং’-এ হৃত্বিক-ক্যাটরিনার জুটি বক্স এ সাফল্য পেয়েছিল। কিন্তু, ‘সুপার ৩০’-তে ক্যাটরিনার নাম নাকি ইতিমধ্যেই বাদ পড়েছে। কিন্তু, হৃত্বিকের বিপরীতে ক্যাটরিনা কেন অভিনয় করবেন না, সে বিষয়ে গুঞ্জনও শুরু হয়েছে বলিউডে।

হৃত্বিকের সঙ্গে সালমানের দ্বৈরথই কি ‘সুপার ৩০’ থেকে ক্যাটরিনার নাম বাদ পড়ার প্রধান কারণ? সেটা অবশ্য সময়ই বলবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Website Design, Developed & Hosted by ALL IT BD