Breaking News

চাঁপাইনবাবগঞ্জে হেরোইনসহ ১ মাদক ব্যবসায়ী আটক

অনলাইন ডেস্কঃ চাঁপাইনবাবগঞ্জ সদরথানাধীন বাররশিয়া হায়াতের মোড় থেকে ৫০০গ্রাম হেরোইন ও একটি মোবাইল ফোনসহ মাদক ব্যবসায়ী রাজশাহী জেলা, গোদাগাড়ী থানার আলফাজ উদ্দিন বিশ্বাসে ছেলে মোঃ মহুবুল কালু (৪৫), কে আটক করে র‌্যাব-৫।

গত বুধবার সকালে এক প্রেসবিজ্ঞপ্তীতে জানায় বৃহস্পতিবার দিবাগত রাত আনুমানিক ০১:৪৫ ঘটিকায় চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানাধীন বাররশিয়া হায়াতের মোড় টু দেবীনগরগামী পাঁকা উত্তর পার্শ্বে নাজউদ্দিন হাজীরগ্রামস্থ জনৈক মৃত একরামুল এর আম বাগানের মধ্যে অভিযান পরিচালনা করে (ক) ৫০০ গ্রাম হেরোইন, (খ) ০১ টি মোবাইল ফোন সহ মাদক ব্যবসায়ী মোঃ মহুবুল কালু (৪৫) কে হাতেনাতে আটক করে । গ্রেফতারকৃত আসামীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, এ সংক্রান্তে তাদের একটি সংঘবদ্ধ চক্র দীর্ঘদিন যাবৎ কাজ করছে এবং তারা হেরোইন সহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ব্যবসার সাথে জড়িত। উপরোক্ত ঘটনার ব্যাপারে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Website Design, Developed & Hosted by ALL IT BD