Breaking News

নিখোঁজ সংবাদ

স্থানীয় প্রতিবেদক: সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে,তানভীর আহমেদ জিলান (১৩)। পিতার নাম জাহাঙ্গীর আলম। গত ৩১ শে ডিসেম্বর ২০১৭ ইং তারিখে রামদেও বাজলা সরকারি স্কুল থেকে তানভীর আহমেদ জিলান কে খুঁজে পাওয়া যাচ্ছে না।

যদি কোনো সহৃদয়বান ব্যক্তি ছেলেটির সন্ধ্যান পেয়ে থাকেন তাহলে নিম্নের ঠিকানায় যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো।সন্ধানদাতাকে পুরষ্কৃত করা হবে।

যোগাযোগের ঠিকানা :
জাহাঙ্গীর আলম,

সদর হাসপাতাল মোড়,পাটার পাড়া,জয়পুরহাট।
মোবাইল: ০১৭১৪-৪২২১১১, ০১৭১৯-৩২৯৯৪৪, ০১৭৫৯-৪৪৬১৩১

বি.দ্র: জরুরী যোগাযোগ ওসি সদর থানা, জয়পুরহাট, মোবাইল নং: ০১৭১৩-৩৭৪০৮২

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Website Design, Developed & Hosted by ALL IT BD